• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide

হাফেজ মাওলানা হানিফ আল সাদ

কম্পিউটার অপারেটর এবং শিক্ষক
মারকাযুল কোরআন আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা


hanifalsaad100@gmail.com

 

কিছু সংক্ষিপ্ত কথা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সব প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের 'আশরাফুল মাখলুকাত' হিসেবে সৃষ্টি করেছেন এবং পবিত্র কোরআনের খেদমতে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেছেন। মারকাযুল কোরআন আত্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা-এর একজন খাদেম হিসেবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
 

  • অভিভাবকদের প্রতি আমার আরজ
    আপনার সন্তান মহান আল্লাহর নেয়ামত এবং আপনার আমানত। পবিত্র কোরআনে এর গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে:
     اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ  (পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। — সূরা আল-আলাক: ১)
     আমি এই মাদরাসায় আপনাদের সন্তানদের আমপারা (নাজেরা) ক্লাসে পবিত্র কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত ও পড়ার বুনিয়াদি কৌশল শেখানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্য কেবল তাদের শব্দ শেখানো নয়, বরং তাদের হৃদয়ে কোরআনের মহব্বত তৈরি করা। আপনাদের একটু সহযোগিতা ও বাড়িতে তদারকি সন্তানদের এই পথ চলাকে আরও সহজ করবে।
  • দীনি শিক্ষা ও আধুনিক প্রযুক্তি
    আজকের যুগ বিজ্ঞানের যুগ। আমি এই মাদরাসার সফটওয়্যার অপারেটর হিসেবে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি যে, একজন দ্বীনদার মানুষের জন্য বর্তমান সময়ে প্রযুক্তি জানা কতটা জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন:
     قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ  (বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? — সূরা আজ-জুমার: ৯)
  • আমি চাই আমাদের ছাত্ররা শুধু হাফেজ বা আলেমই হবে না, বরং তারা হবে 'স্মার্ট হাফেজ'।
    * কোরআনের প্রচার: প্রযুক্তির মাধ্যমে আমরা আল্লাহর বাণী বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারি।
    * দক্ষতা বৃদ্ধি: কম্পিউটার শিক্ষা একজন ছাত্রকে স্বনির্ভর হতে এবং আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে।
    * আগামীর চ্যালেঞ্জ: আমি চাই আমাদের ছাত্ররা একদিকে যেমন শুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, তেমনি কম্পিউটারের কি-বোর্ডেও তাদের আঙুল দ্রুত চলবে। আমি প্রাই ক্লাসে একটা কথা ক্লাসে বলে থাকি
     "Knowledge is power, and technology is the tool to amplify that power."
     (জ্ঞানই শক্তি, আর প্রযুক্তি হলো সেই শক্তিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম।)
  • ছাত্রদের প্রতি নসিহত
    হে আমার আদরের ছাত্ররা!  রাসূলে কারীম (সা.) বলেছেন:
     خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ  (তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। — সহিহ বুখারি)
    তোমরা মনোযোগ দিয়ে কোরআন শেখো এবং পাশাপাশি প্রযুক্তিতেও দক্ষ হওয়ার স্বপ্ন দেখো। মনে রাখবে:
     “Education is the most powerful weapon which you can use to change the world.”
    একজন দক্ষ ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তোমাদের মেধা হোক দ্বীনের জন্য, তোমাদের প্রযুক্তি হোক ইসলামের কল্যাণে।
  • পরিশেষে, আমাদের মাদরাসা এবং আমাদের সকল শিক্ষার্থীর জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন।
     

    বিনীত,
    হাফেজ মাওলানা হানিফ আল সা'দ
    সফটওয়্যার অপারেটর ও  শিক্ষক
    মারকাযুল কোরআন আত্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা