سْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ
প্রিয় দর্শক, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানী ও দয়ায় “মারকাযুল কোরআন আত্ তাহফিজ ইন্টারন্যাশনাল” এবং “নুসাইবাতুল জান্নাত হিফজ মহিলা মাদরাসা” আজ বিশ্বব্যাপী কোরআনের খেদমত ও হিফজুল কোরআনের ক্ষেত্রে একটি আস্থার নাম হয়ে উঠেছে। এই দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল পবিত্র কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করা ও তদানুযায়ী জীবন গঠন করা। আমরা বিশ্বাস করি, কোরআনের হাফেজ-হাফেজাই হলো এ যুগের প্রকৃত আলোকবর্তিকা, যারা সমাজকে আলোকিত করবে এবং উম্মতের মাঝে কোরআনের সঠিক বার্তা পৌঁছে দেবে। বিগত বছরগুলোতে আল্লাহর বিশেষ ফজল-করমে আমাদের এখান থেকে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী কোরআনের হিফজ সম্পূর্ণ করে দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত হয়েছে। তাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, দানশীল ব্যক্তিবর্গ ও সকল সহযোগীদের প্রতি, যাদের দোয়া, সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। আমাদের এই ওয়েবসাইট আপনাদের সামনে প্রতিষ্ঠানের কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের অগ্রগতি ও ভর্তি-সংক্রান্ত সকল তথ্য সহজে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। আশা করি, এটি আমাদের মধ্যে সেতুবন্ধন আরও মজবুত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঠিক হেফাজত করার এবং তার উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমীন।وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِيْن
দোয়ায়ে মোহতাজ, হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালীব মোহতামিম মারকাযুল কোরআন আত্ তাহফিজ ইন্টারন্যাশনাল ও নুসাইবাতুল জান্নাত হিফজ মহিলা মাদরাসা।